শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সকল নাগরিককে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

458

Published on সেপ্টেম্বর 29, 2014
  • Details Image

তিনি বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে”।

তিনি দুর্গাপূজা উপলক্ষে দেয়া আজ এক বাণীতে দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা এবং সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন ।

প্রধানমন্ত্রী বাণীতে বলেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের সকলের।

বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন বলে শেখ হাসিনা বাণীতে আশা ব্যাক্ত করেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত