চার বছরে মুদ্রাস্ফীতির হার সর্বনিম্ন

435

Published on অক্টোবর 15, 2014
  • Details Image

দেশে-বিদেশে ভোগ্যপণ্যের মুল্যহ্রাস ও বর্তমান আওয়ামী লীগ সরকারের বাস্তবসম্মত মুদ্রানীতির ফলে গত দুইমাসে মুদ্রাস্ফীতি সহনীয় মাত্রায় নেমে এসেছে।

পরিসংখ্যান ব্যুরোর মতে, খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি আগস্ট মাসের ৭.৬৩ শতাংশ থেকে সেপ্টেম্বরে ৭.৬৩ শতাংশে নেমে এসেছে। অন্যদিকে খাদ্য-বহির্ভুত পন্যের মূল্যস্ফীতি একই সময়ে ৫.৭৬ শতাংশ থেকে হ্রাস পেয়ে ৫.৬৩ শতাংশে নেমে এসেছে।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য থেকে আরো জানা যায়, শহরাঞ্চলে মুদ্রাস্ফীতি ৭.০৮ শতাংশ থেকে ৭.০২ শতাংশ এবং গ্রামাঞ্চলে ৬.৮৩ শতাংশ থেকে ৬.৭৫ শতাংশে হ্রাস পেয়েছে।

গ্রামাঞ্চলে খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি ৭.৫৬ শতাংশ থেকে হ্রাস পেয়ে ৭.৫২ শতাংশ হয়েছে। অন্যদিকে খাদ্য বহির্ভুত দ্রব্যের মুল্যস্ফীতি ৫.৪৬ শতাংশ থেকে কমে ৫.৩১ শতাংশ হয়েছে।

খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি শহরাঞ্চলে ৭.৮৯ শতাংশ থেকে ৭.৮৮ শতাংশে নেমে এসেছে এবং খাদ্যবহির্ভুত দ্রব্যের মূল্য ৬.১৯ শতাংশ থেকে ৬.০৭ শতাংশে নেমে এসেছে।

পাশাপাশি, চলতি বছরের সেপ্টেম্বর মাসে জাতীয় মজুরী সূচকে ১০.৬২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত