বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তা এবং শ্রমমানের অগ্রগতির প্রশংসা করেছে ইউরোপীয় কমিশন

414

Published on অক্টোবর 20, 2014
  • Details Image

গত সোমবারে অনুষ্ঠিত একটি ফলোআপ মিটিংয়ে ইউরোপীয় কমিশনের কমিশনার, লাজলো আন্দর, বাংলাদেশ যে গত বছরের জুলাইতে ইউরোপীয় ইউনিয়নের সাথে সাস্টেইনিটি কম্প্যাক্ট প্রোগ্রামে স্বাক্ষর করে, তার প্রেক্ষিতে অগ্রগতির পর্যালোচনায় বাংলাদেশকে ভূয়সী প্রশংসা করেন।

"অনেক অগ্রগতি হয়েছে: সংগঠনগুলোর স্বাধিকারকে আরো জোরদার করতে শ্রম আইনের সংশোধন, সম্মিলিত দরদাম এবং কার্য পরিবেশে স্বাস্থ্য ও সুরক্ষা; নতুন নতুন ট্রেড ইউনিয়নও স্থাপিত হয়েছে; অধিকতর শ্রম, অগ্নিকাণ্ড ও বিল্ডিংয়ের নিরাপত্তা তদন্তও করে যাচ্ছে," লাজলো আন্দর বলেন।

এই পদক্ষেপগুলোকে 'উৎসাহব্যঞ্জক পদক্ষেপ' আখ্যা দিয়ে আন্দর জানান তারা শ্রমিক অধিকার নিশ্চিত করতে এ দেশকে আরো সহায়তা দেবেন।

"কমিশন আরো দৃশ্যমান অগ্রগতি অর্জনের লক্ষ্যে তার ঘনিষ্ট অংশীদারদের সাথে আরো সহযোগিতামূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে বদ্ধপরিকর। আমি আশাবাদী যে, একসাথে কাজ করলে আমরা আরো অগ্রগতি অর্জনে সক্ষম হবো," তিনি যোগ করেন।

শিল্প-কারখানাগুলোতে শ্রমিক সংগঠনগুলোর পূর্ণ স্বাধীনতা প্রাপ্তির লক্ষ্যে সরকার ২০১৩ সালের ১৫ জুলাই, শ্রম আইন সংশোধন করেছে। এর প্রেক্ষিতে ২০৮টিরও বেশি ট্রেড ইউনিয়ন নিবন্ধন করেছে।

শ্রম মন্ত্রণালয় ইতোমধ্যেই সর্বসাধারণের প্রবেশাধিকার যুক্ত ডাটাবেজ স্থাপন করেছে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে নিয়ে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত