তিনদিনের সফরে আরব আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

394

Published on অক্টোবর 25, 2014
  • Details Image

এ সময় তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট বেলা সাড়ে ১১ টায় (ইউএই’র স্থানীয় সময়) আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায়।

ইউএই’র সমাজকল্যাণ মন্ত্রী ম্যারি মোহাম্মাদ খালফান আল রুমি ও ইউএইতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ ইমরান এবং দুই দেশের উর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে সেন্ট রেজিস হোটেল যান। সফরকালে তিনি এ হোটেলেই থাকবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তিনদিনের এ দ্বিপাক্ষিক সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএই’র ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, জাতির মাতা, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

আগামীকাল আবুধাবিতে জাতির মাতা শেখ ফাতিমা, যুবরাজ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুধাবিতে বাংলাদেশী কমিউনিটির দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন।

প্রধানমন্ত্রী ইউএই’র ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে বৈঠক করতে সোমবার দুবাই যাবেন।

শেখ হাসিনা রাস আল-খাইমাহ (আরএকে) সফর করবেন এবং সেখানে তিনি রাস আল-খাইমাহ’র শাসক শেখ সৌদ বিন আকর আল কাশিমির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার রাতে দেশে ফিরবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফরকালে বাংলাদেশ ও ইউএই’র মধ্যে বাণিজ্য, জনশক্তি ও বিনিয়োগ সংক্রান্ত ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

এ ক্ষেত্রে দু’দেশের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে, তার মধ্যে রয়েছে ফরেন অফিস কনসাল্টেশন বিষয়ক সমঝোতা স্মারক, জনশক্তি রফতানি পুনরায় চালু করতে ইউএই’র একটি আউটসোর্সিং কোম্পানির সাথে সমঝোতা স্মারক এবং দন্ডপ্রাপ্ত আসামি প্রত্যাবাসন এবং বিনিয়োগ সুরক্ষা ও সম্প্রসারণ সংক্রান্ত চুক্তি।

এছাড়া সফরকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইউএই’র আল-নাহিয়ান ফাউন্ডেশন কর্তৃক একটি হাসপাতাল স্থাপন চুক্তি, কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসামুক্ত গমনাগমন চুক্তি, উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা বিষয়ক সমঝোতা স্মারক এবং ইউএই দূতাবাসের জন্য ঢাকায় এক খন্ড জমি হস্তান্তর চুক্তি স্বাক্ষরিত হবে।

-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

ছবিঃ ইয়াসিন কবির জয়

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত