আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল যথাসময়ে অনুষ্ঠিত হবেঃ প্রধানমন্ত্রী

515

Published on নভেম্বর 7, 2014
  • Details Image

শেখ হাসিনা জেলা সম্মেলন সম্পন্ন করতে এবং যথাসময়ে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের জন্য নতুন কমিটি গঠন করতে দলের নেতাদের প্রতি নির্দেশ দেন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গতকাল বিকেলে তাঁর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের নেতাদের উদ্দেশ্যে এ কথা বলেন। গত ৫ জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে পুনরায় ক্ষমতায় আসার পর ধানমন্ডি অফিসে এটি প্রধানমন্ত্রীর প্রথম পরিদর্শন।

শেখ হাসিনা বিকেল ৪টা ৩০ মিনিটে ধানমন্ডি অফিসে পৌঁছেন। তিনি দলের সিনিয়র নেতাদের সঙ্গে দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি এক ঘণ্টারও বেশী সময় এখানে অবস্থান করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সাহারা খাতুন ও নুহ-উল-আলম এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ ও ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানত দলের সাংগঠনিক বিষয় নিয়ে এবং সারাদেশে দলের বর্তমান কাউন্সিল নিয়ে আলোচনা করেছেন। তিনি এ পর্যন্ত কতটি জেলায় কাউন্সিল হয়েছে এবং আর কতটি জেলায় কাউন্সিল হচ্ছে- এ ব্যাপারে জানতে চান। তিনি যথাশিগগির সম্ভব দলের সকল জেলা কাউন্সিল সম্পন্ন করার ওপরও গুরুত্বারোপ করেন।

সৈয়দ আশরাফ বলেন, সম্মেলন অনুষ্ঠানের পর অনেক জেলায় কমিটি গঠিত হয়েছে। অবশিষ্ট জেলাগুলোতে পর্যায়ক্রমে দলের সিনিয়র নেতাদের সফরের মাধ্যমে সম্মেলন সম্পন্ন করে কমিটি গঠন করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলন ও কমিটি গঠন হচ্ছে দলের নিয়মিত কমসূচি এবং দলের সভাপতির নির্দেশনা অনুযায়ী এগুলো হচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যথাসময়ে আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে।

আশরাফ বলেন, বর্তমান সরকারে আমলেই যুদ্ধাপরাধের বিচারের রায় বাস্তবায়নের ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই।

বঙ্গবন্ধু সম্পর্কে লন্ডনে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের ‘অর্বাচীন’ লোকের বক্তব্যকে গুরুত্ব দেয়ার প্রয়োজন নেই।

-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত