544
Published on ফেব্রুয়ারি 10, 2015নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রী ড. মিনেন্দ্রা রিজাল, ভুটানের তথ্য ও যোগাযোগ মন্ত্রী লিওনপো ডি এন দুঙ্গায়েল এবং মালদ্বীপের স্বরাষ্ট্র উপমন্ত্রী আহমেদ সিদ্দিক আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রশংসা করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের এ ব্যাপারে অবহিত করেন।
প্রতিবেশী দেশের এই তিন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও সুযোগ্য নেতৃত্বে ডিজিটাল কর্মসূচিতে বাংলাদেশ অসামান্য অগ্রগতি অর্জন করেছে। তারা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সাফল্যের জন্যও প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।
এই অঞ্চলের দারিদ্র্যকে প্রধান শত্রু হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী এর বিরুদ্ধে লড়াইয়ে এক সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
শেখ হাসিনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নেপাল ও ভুটানের অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
তিন মন্ত্রীই প্রধানমন্ত্রীকে তাদের স্ব স্ব দেশ সফরের আমন্ত্রণ জানান।
 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            