695
Published on ফেব্রুয়ারি 10, 2015সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।
মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনী প্রধান প্রধানমন্ত্রীকে বলেন, খুলনা শিপইয়ার্ড পরিদর্শনের পর তিনি অভিভূত হয়েছেন। তিনি বলেন, তার দেশ প্রতিরক্ষা বাহিনীর জন্য খুলনা শিপইয়ার্ডে তৈরি উপকূলীয় পেট্রোল বোট ক্রয় করতে আগ্রহী।
জেনারেল শিয়াম বিশ্বের বিভিন্ন গোলযোগপূর্ণ অঞ্চলে শান্তি রক্ষায় মোতায়েন বাংলাদেশী শান্তিরক্ষীদের ভূমিকার উচ্ছৃসিত প্রশংসা করেন।
গত ডিসেম্বরে মালদ্বীপে পানি সংকটের সময় ১ লাখ লিটার পানি এবং ৫টি ভ্রাম্যমাণ পানি শোধণাগার পাঠানোর জন্য তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনী প্রধান জানান, তার দেশে বর্তমানে ৮০ হাজার বাংলাদেশী কর্মরত রয়েছেন। তিনি বলেন, কঠোর পরিশ্রমী বাংলাদেশী শ্রমিকরা মালদ্বীপের অর্থনীতিতে বিপুল অবদান রাখছেন।
প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমে দু’দেশের মধ্যে প্যাকেজ ট্যু’র বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, এতে বাংলাদেশ এবং মালদ্বীপ উভয়ই লাভবান হবে।