574
Published on মার্চ 7, 2015তিনি প্র্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণের জন্য সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবেও শেখ হাসিনা দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে তাঁর দলের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে আবারো পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, বেগম মতিয়া চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত ও মাহবুব-উল-আলম হানিফ।
এরপর আওয়মী যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের নেতা ও কর্মীরা এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান।
১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু জ্বালাময়ী ভাষণের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীনতা অর্জনে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়তে জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।
১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) স্বাধীনতাকামী লাখ লাখ মানুষের সমাবেশে বঙ্গবন্ধু কার্যত স্বাধীনতার ঘোষণা দেন। তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করেন , ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
ছবিঃ সাইফুল ইসলাম কল্লোল
 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            