632
Published on মার্চ 17, 2015সিরিজটির প্রথম খন্ডটি আজ বের হয়েছে। মোড়ক উম্মোচন অনুষ্ঠানটি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিখ্যাত কার্টুনিস্ট আহসান হাবিব, নারী অধিকার কর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব সারা যাকের, বিশিষ্ট কার্টুনিস্ট ও শিল্পী রফিকুন নবী ছাড়াও আরো অনেকে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি অভিনেত্রী ও এমপি তারানা হালিম সঞ্চালন করেন।
আগত ব্যক্তিবর্গের সাথে যেসব শিশুরা অনুষ্ঠানে এসেছে বইটি হাতে পাবার পর তাদের অভিব্যক্তি ছিলো দেখার মত। প্রচন্ড আনন্দের সাথে তারা বই উল্টে পাল্টে দেখছিলো। বাংলাদেশে এই প্রথম এইভাবে গ্রাফিক নভেলের কাজ করা হয়েছে। গ্রাফিক নভেলের সাথে সংশ্লিষ্ট লোকজন আশা করছেন নতুন প্রজন্মের কাছে এই গ্রাফিক নভেল জনপ্রিয় হয়ে উঠবে।
গ্রাফিক বইটিতে স্কেচ এবং ডিজাইনের কাজ করেছেন সৈয়দ রাশাদ ইমাম তন্ময় এবং এ বি এম সালাউদ্দিন শুভ। প্রথম পর্বে মোট ২৪ পাতায় বেশ সুন্দর করে চিত্রে ও স্কেচে নানা ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে।
বইটির পরিবেশক চর্চা। বইটি পাওয়া যাবে ঢাকার আজিজ সুপার মার্কেটে, কনকর্ড এম্পোরিয়াল ও নিউমার্কেটের কিছু নির্দিষ্ট বইয়ের দোকান, চট্টগ্রামের বাতিঘরে ও খুলনায় মৃত্তিকায়। এছাড়া পরিবেশক চর্চাকে ইমেইলের মাধ্যমেও বইটি কেনা যাবে।
 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            