শপথ নিয়েছেন নবনির্বাচিত তিন সিটি মেয়র

713

Published on মে 6, 2015
  • Details Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর তেজগাঁও কার্যালয়ে নব নির্বাচিত মেয়রদের শপথ বাক্য পাঠ করান।

২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে আনিসুল হক, ঢাকা দক্ষিণ কর্পোরেশনে সাঈদ খোকন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আ জ ম নাসির উদ্দিন নির্বাচিত হন।

এর আগে এলজিআর ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংরক্ষিত আসনে ৪৫ মহিলা কাউন্সিলসহ ১৭৬ জন কাউন্সিলরের শপথ বাক্য পাঠ করান।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী, বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ এবং মন্ত্রীসভার সদস্য, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শপথ নেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়রগণ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সব ধরনের নাগরিক সমস্যার সমাধান করে গুরুত্বপূর্ণ এই তিন সিটি কর্পোরেশনকে বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ছবিঃ সাইফুল ইসলাম কল্লোল

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত