আঞ্চলিক সহযোগিতা জোরদারে কুনমিংয়ে আন্তর্জাতিক এক্সপো শুরু

516

Published on জুন 12, 2015
  • Details Image

উদ্বোধনী অনুষ্ঠানে চীনের ভাইস প্রেসিডেন্ট লী ইউয়ানচাও বলেন, সংস্কৃতির বিকাশ এবং ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড (ওবিওআর)’ কৌশলের লক্ষ্যসমূহ অর্জনে আমাদের একত্রে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

ওবিওআর’র জন্য ৪০ বিলিয়ন ডলার ব্যয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এই বিনিয়োগ উদ্যোগ চীন এবং এ অঞ্চলের অন্যান্য দেশগুলোকে আরো উন্নয়নের জন্য কাছাকাছি নিয়ে আসবে।

ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আমরা বিশ্বাস করি দূরের আত্মীয়ের তুলনায় ভালো প্রতিবেশী উত্তম।’

ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে ধানচি ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এতে চীনের বিভিন্ন প্রদেশ এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা যোগ দিয়েছেন। এদের মধ্যে নীতিনির্ধারক, উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা এবং আঞ্চলিক সংযোগ ও বাণিজ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এবং বক্তব্য রাখেন। স্পিকার তার বক্তব্যে দেশের অর্থনীতি এবং প্রধান সামাজিক খাতের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন যা ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে।

গত কয়েক বছর ৬ শতাংশ জিডিপির ধারবাহিকতা তুলে ধরে স্পিকার বলেন, বর্তমান প্রবৃদ্ধি সাম্প্রতিক বছরগুলোতে দারিদ্র্য হার কমাতে সহায়ক হয়েছে।

স্পিকার এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নসহ বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টল পরিদর্শন করেন। বাংলাদেশ প্যাভিলিয়নে ২৮টি কোম্পানি দেশের ঐতিহ্য, উদোক্তা এবং বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ-সুবিধা তুলে ধরা হয়েছে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত