সরকার শীঘ্রই এমএনপি চালু করবেঃ প্রতিমন্ত্রী তারানা হালিম

335

Published on ডিসেম্বর 3, 2015
  • Details Image

তিনি বলেন, ‘এমএনপি’র গাইডলাইন প্রস্তুত- আমরা যত দ্রুত সম্ভব এমএনপি চালুর বিষয়ে বিটিআরসিকে (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন) নির্দেশনা প্রদান করবো।’

প্রতিমন্ত্রী বলেন, এমএনপি গাইডলাইন আগেভাগে প্রস্তুত হলেও তার মন্ত্রণালয় এখন অর্থ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্লিয়ারেন্স চাচ্ছে।

শুল্ক ও কর নির্ধারণ শেয়ারের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স চাওয়া হয়েছে এবং এমএনপি সেবার জন্য গ্রাহকদের জন্য ৬০ টাকা নির্ধারণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, বিটিআরসি এখন এই সেবা প্রদানের লক্ষ্যে এমএনপি অপারেটর নিয়োগের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবে বলে আশা করা হচ্ছে।

আগামী বছরের মার্চ নাগাদ এমএনপি চালুর বিষয়ে তারানা হালিম তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই ব্যবস্থায় মোবাইল ফোন ব্যবহারকারী একই নম্বর রেখে তাদের পছন্দ অনুযায়ী নেটওয়র্ক বেছে নিতে পারবে।

এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জানান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আগামী দুই/তিন দিনের মধ্যে মধ্যে বিটিআরসি’র কাছে এমএনপি গাইড লাইন পাঠাবে।

বিটিআরসি ২০১৩ সালে খসড়া এমএনপি গাইডলাইন প্রণয়ন করে এবং অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে প্রেরণ করে।

সংবাদঃ বাসস

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত