রোবটিক প্রযুক্তি বাংলাদেশকে উন্নত দেশের পর্যায়ে নিয়ে যাবেঃ সজীব ওয়াজেদ

416

Published on ডিসেম্বর 16, 2015
  • Details Image

ই-গভর্নেন্স সৃষ্টির লক্ষ্যে আইটি কর্মকর্তা ও সরকারি সংস্থার পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য এ ল্যাব চালু করা হয়েছে। সজিব ওয়াজেদ ‘মুক্তিযুদ্ধ ৭১’ শীর্ষক একটি কম্পিউটার গেমও উদ্বোধন করেন।
তিনি বলেন, এই ল্যাবের মাধ্যমে আমরা বছরে ৫০ হাজার তরুণ-তরুণীকে আইটি প্রশিক্ষণ দেব। এই প্রযুক্তির প্রতি আমাদের দেশের তরুণ-তরুণীরা আকৃষ্ট হচ্ছে দেখে আমি আনন্দিত ও গর্বিত।

গেম প্রসঙ্গে সজীব ওয়াজেদ বলেন, এর গ্রাফিক্স মান দেখে আমি অভিভূত। এর নির্মাতাদের আমি অভিনন্দন জানাচ্ছি। এ গেম তৈরিতে তহবিল সরবরাহ করেছে আইসিটি ডিভিশন।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নব-প্রতিষ্ঠিত এই ল্যাবের বিভিন্ন প্রযুক্তিগত দিক সম্পর্কে জয়কে অবহিত করেন। এ সময় অন্যান্যের মধ্যে আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার এবং আইসিটি ডিভিশনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ল্যাবে প্রশিক্ষণ গ্রহণকারী সিআইডির (সাইবার ক্রাইম ইউনিট) অতিরিক্ত এসপি মো. শামসুল হক এবং বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. সোহরাব হোসেন এ পর্যন্ত তারা যে প্রশিক্ষণ পেয়েছেন সে সম্পর্কে অবহিত করেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত