২৫ মার্চ আন্তর্জাতিক গনহত্যা দিবস পালনের দাবিতে ভারতের সমর্থন

482

Published on এপ্রিল 8, 2017
  • Details Image

ভারতে রাষ্ট্রীয় সফরে শনিবার শীর্ষ বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্যে এই সমর্থন পাওয়ার কথা জানান তিনি।

হায়দ্রাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় বৈঠকে বসেন শেখ হাসিনা।

১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতার দিন ২৫ মার্চ গণহত্যা দিবসে হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়ে তার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য বাংলাদেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই চেষ্টায় ভারতই প্রথম দেশ যাদের সহযোগিতার আশ্বাস এল, যে দেশটি একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সহায়তা নিয়ে এগিয়ে এসেছিল।

শেখ হাসিনা বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং উন্নয়নের অন্যতম প্রধান অংশীদার।

“স্বাধীনতা যুদ্ধে ভারতের অমূল্য অবদানের কারণে আমরা তাদের কাছে কৃতজ্ঞ।.. ১৯৭১ এ সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আমাদের উদ্যোগে ভারতের সহায়তা চেয়েছি আমরা। ভারত আমাদের সহায়তা করতে রাজি হয়েছে।”

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত