যৌতুক আইন সংশোধনঃ মিথ্যা মামলায় পাঁচ বছরের কারাদণ্ড

9843

Published on মে 7, 2018
  • Details Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যৌতুক নিয়ে মিথ্যা মামলা করলে পাঁচ বছরের কারাদন্ডের বিধান রেখে নতুন একটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর বাংলাদেশ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘নতুন যৌতুক নিরোধ আইন-২০১৮ বর্তমানে প্রচলিত ১৯৮০ সালের আইনের স্থলে প্রতিস্থাপিত হবে।’

তিনি বলেন, ‘সংশোধিত এই আইন মিথ্যা মামলা দায়ের প্রতিরোধ করবে। এই আইনে যৌতুক নিয়ে কেউ মিথ্যা মামলা করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদন্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হবেন।’

আলম বলেন, আগের আইনে যৌতুক দাবি বা গ্রহণের ক্ষেত্রে শাস্তি ছিল এক থেকে ৫ বছরের কারাদন্ড বা জরিমানা। বর্তমান প্রস্তাবিত আইনে শাস্তির পাশাপাশি জরিমানার পরিমাণ ৫০ হাজার টাকা করা হয়েছে।

তিনি বলেন, এই অপরাধের জন্য একজন ব্যক্তি জেল বা জরিমানা বা উভয় দন্ড ভোগ করবেন।

আলম বলেন, মন্ত্রিসভা সোমবার সমুদ্রপথে সহজ যাতায়াতের লক্ষ্যে বিমসটেক দেশসমূহের সদস্যদের সঙ্গে ‘কোস্টাল শিপিং’-এর চুক্তি স্বাক্ষরের খসড়ারও অনুমোদন দিয়েছে।

এদিকে মন্ত্রিসভায় জাতিসংঘ অর্থনীতি ও সামাজিক কমিশন-ইসিওএসওসি-এর তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনের ২০১৯-২০২১ সেশনের নির্বাহী কমিটিতে বাংলাদেশের জয়লাভের বিষয়টি অবহিত করা হয়। অঙ্গ সংগঠনগুলো হচ্ছে : কমিশন অব দ্য স্ট্যাটাস অব উইমেন-সিএসডব্লিউ, ইউনিসেফের গভর্নিং কাউন্সিল ও ইউএন উইমেন।

বৈঠকে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল উইমেন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০১৮’ লাভ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।

মন্ত্রিসভা একুশে পদকপ্রাপ্ত কবি, সাংবাদিক ও অনুবাদক বেলাল চৌধুরীর মৃত্যুতে একটি শোক প্রস্তাব গ্রহণ করে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত