দুটি শিল্পপার্ক ও চামড়া শিল্পনগরী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

2952

Published on নভেম্বর 6, 2018
  • Details Image

মুন্সিগঞ্জের ওষুধ ও সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্ক এবং সাভারের চামড়া শিল্পনগরী উদ্বোধন করেছেন ‍প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “২০০৯ সাল থেকে একটানা ১০ বছর ক্ষমতায় থাকার ফলে আজকে বাংলাদেশ আর্থসামাজিকভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজকে বিশ্বে উন্নয়নের রোল মডেলের স্বীকৃতি পাচ্ছে। দারিদ্র্য হ্রাস পাচ্ছে ও মানুষের জীবনমান উন্নত হচ্ছে, এটাই আমরা চাই।”

সরকার সারাদেশে ১০০টি শিল্পাঞ্চল গড়ে তোলার কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, “মানুষের কর্মসংস্থানের উপর আমরা নজর দিচ্ছি। বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছি। বিনিয়োগ যাতে হয়, দেশি-বিদেশি সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি।”

সাভারে চামড়া শিল্পনগরী গড়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “হাজারীবাগে ট্যানারি… এক সময় ঢাকা ছোট ছিল, সেটা গ্রামের দিকেই ছিল। আস্তে আস্তে ঢাকা শহর বাড়তে থাকে। ট্যানারি বর্জ্য নিয়ে রাজধানীর মানুষ খুব কষ্টের জীবন যাপন করত। এটাকে সরিয়ে আমরা সাভারে শিল্পনগরী গড়ে তুলছি।”

প্রায় একশটি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানির কথা উল্লেখ করে তিনি বলেন, “ওষুধের কাঁচামাল তৈরির জন্য একটা ব্যবস্থা করা দরকার, কারণ আমাদেরকে কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। সেদিকে লক্ষ্য রেখে একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট তৈরির ব্যবস্থা দরকার, ওষুধ শিল্পের কাঁচামাল যাতে আমরা দেশের উৎপাদন করতে পারি। সেজন্য আমরা মুন্সিগঞ্জে শিল্পনগরী করে দিচ্ছি।”

প্রতিটি জেলায় বিসিক শিল্পনগরী করার আইন বঙ্গবন্ধু করে দিয়েছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “নব্বই ভাগের মতো দেশের চাহিদা সেখান থেকে মেটে। আমাদের লক্ষ্য হচ্ছে, উৎপাদনে দেশের চাহিদা মিটবে, বিদেশে রপ্তানি হবে, কর্মসংস্থান হবে, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।”

পরিবেশ দূষণ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের যেন কোনোভাবে দূষণ না হয়, সেজন্য বর্জ্য দূষণ থেকে রক্ষার ব্যবস্থা আমরা নিচ্ছি। সকলে এটা অনুসরণ করবেন।”

ইউরোপিয়ান ইউনিয়ন অর্থায়নে প্রিজম প্রকল্প থেকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে (বিসিক) শিল্পপার্ক ও শিল্পনগরী নির্মাণে কারিগরি সহায়তা দেওয়া হয়।

প্রিজম প্রকল্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিল্প মন্ত্রণালয়ের আওতায় সিরাজগঞ্জ শিল্পপার্ক প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। শিল্পায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিতকরণের লক্ষ্যে বিসিকের আওতায় এটিই সবচেয়ে বড় শিল্পপার্ক।

৪০০ একর জায়গার উপর ৬২৮ কোটি ১০ লাখ টাকায় নির্মিত এ শিল্পপার্কে ৮২০টি শিল্প প্লট দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তাদের মধ্যে বণ্টন করা হবে, যাতে থাকবে ৫৭০টি রপ্তানিমুখী আমদানি বিকল্প এবং দেশজ শিল্প ইউনিট।

এর মাধ্যমে এক লাখের বেশি কর্মসংস্থান হবে বলে প্রিজমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অন্যদিকে ২০০ একর জমিতে দেশের প্রথম ওষুধ শিল্পপার্ক অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) শিল্পপার্ক গড়ে উঠেছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায়।

এ শিল্পপার্কে ২৫ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে এবং এখান থেকে দেশের ওষুধের চাহিদা শতভাগ পূরণের পর রপ্তানিও করা হবে।

এ প্রকল্পের সর্বশেষ ব্যয় ধরা হয়েছে ৩৮১ কোটি টাকা। ওষুধ শিল্পের কাঁচামাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে ২০০৮ সালে সরকার এই শিল্পপার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেয়।

রাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলো সাভারের হেমায়েতপুরে হরিণধরায় সরিয়ে নিতে ২০০৩ সালে শুরু হয় চামড়া শিল্পনগরী প্রকল্পটি।

কিন্তু সে প্রকল্পের কাজ ১৫ বছরেও শেষ করা সম্ভব না হওয়া এবং ট্যানারিগুলো সরিয়ে নিতে মালিকদের অনাগ্রহের ফলে কঠোর অবস্থান নেয় সরকার।

তিন দফা প্রকল্প সংশোধনের পর ২০১৯ সালে হাজারীবাগের ট্যানারি সরানোর কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

পরে হাজারীবাগে গ্যাস, বিদ্যুৎ ও পানি বন্ধ করে দিয়ে ট্যানারি মালিকদের সাভারমুখী করে সরকার।

ট্যানারি সরানোর কাজটি বড় রকমের চ্যালেঞ্জিং কাজ ছিল উদ্বোধনী অনুষ্ঠানে উল্লেখ করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত শিল্প সচিব আবদুল হালিম ভিডিও চিত্রের মাধ্যমে তিনটি প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব নজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর ভিডিও কনফারেন্সের সময় তিনটি জেলায় বিভিন্নজনের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত