1233
Published on ফেব্রুয়ারি 25, 2020র্দীঘ পাচঁ বছর পর পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ কে সভাপতি এবং মনিরুজ্জামান তালুকদার পল্টনকে সাধারণ সম্পাদক করে নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
রবিবার কাউখালী উত্তর বাজার পুরাতন হাসপাতাল মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন।
সম্মেলনের উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ভানু প্রতাপ দে’র সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কামরুľামান মিঠুর পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো. হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজাহান খান তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ,জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ছাত্র নেতা ইসাহাক আলী খান পান্না, পটুয়াখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবিএম শাহজাহান, সাধারণ সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসাইন, যুগ্ম-সাধারন সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, সদর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আনোয়ার হোসেন তালুকদার স্বপন প্রমুখ।
এই কাজটি বাংলাদেশ আওয়ামী লীগের কপিরাইটযুক্ত এবং অনুমোদিত। আপনি কেবলমাত্র আপনার ব্যক্তিগত, অবাণিজ্যিকব্যবহারের জন্য অথবা আপনার সংস্থার মধ্যে ব্যবহার করার জন্য এই উপাদানটিকে অনির্দিষ্ট ফর্মের মধ্যে ডাউনলোড, প্রদর্শন, মুদ্রণ এবং পুনরায় তৈরি করতে পারেন (এই বিজ্ঞপ্তিটি ধরে রেখে)। চুক্তি ও শর্তাদি | গোপনীয়তা শর্তাবলী