প্রধানমন্ত্রীর নির্দেশনা মত মানুষের ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য

1187

Published on এপ্রিল 17, 2020
  • Details Image

কর্মহীন ঘরবন্দী মানুষ অনেকেই এখন অসহায়ভাবে দিনপার করছেন। এমন অনেক মানুষ রয়েছেন যারা অন্যের সাহায্য কখনো নেননি। যত ছোটই হোক কাজ করে নিজের সংসার চালিয়েছেন। কিন্তু সময়টা এখন বড্ড খারাপ। করোনাভাইরাস সংক্রমণের ভয়ে অনেকেই ঘরে থাকতে বাধ্য হচ্ছেন। বাইরে যেতে পারছেন না বলে কর্মহীন মানুষ বেকার বসে আছে। সঞ্চয় যা ছিল তাও অনেকের শেষ।

এই মানুষগুলো চক্ষুলজ্জার কারণে কারো কাছে কোন কিছু চাইতেও পারছে না। আবার ঘরে অনেকের খাবারও নেই। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন একজন মানুষও এই দুর্যোগের সময় না খেয়ে থাকবে না। তিনি আওয়ামী লীগরে নেতা-কর্মী থেকে শুরু করে সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের মানুষের সেবায় এগিয়ে আসতে নির্দেশনা দিয়েছেন। 

নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি নিজস্ব অর্থায়নে প্রায় ৩ হাজারের বেশি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। দ্বিতীয় দফায় আবারো বিতরণ করার জন্য প্যাকেজিং এর কাজও শেষ হয়েছে।

এর আগে ৩রা এপ্রিল নড়াইল-১ আসনের মানুষের মাঝে প্রায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন।

এছাড়াও এপ্রিলের ৬ তারিখ থেকে সংসদ সদস্য মুক্তির নির্দেশে সাধারণ জনগণ, মধ্যবিত্ত, অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার জন্য একটা হটলাইন নাম্বারও চালু হয়েছে। এই হট লাইনে কল করে গড়ে প্রতিদিন ১শ'টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত