ফোন করলেই খাবার দিয়ে যাচ্ছে গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগ

899

Published on এপ্রিল 20, 2020
  • Details Image

করোনা দুর্যোগে ফোন করলেই বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগ।

ছাত্রলীগ নেতা রাশেদ খান সজল ও শাকিল ফকির আলোকিত নিউজকে বলেন, সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের নির্দেশনায় কর্মহীন ও দরিদ্র মানুষের বাড়ি গিয়ে উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চার কেজি চাল, আধা কেজি ডাল, আধা লিটার তেল, এক কেজি আলু ও একটি করে সাবান।

তারা আরও বলেন, গ্রিন হেল্প ডেস্কের নাম্বারে ফোন করলেই টিমের সদস্যরা বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেবেন।

এরই মধ্যে ভবানীপুর, গুচ্ছগ্রাম, সিংদীঘিরপাড়, মনিপুর ও বানিয়ারচালা এলাকার প্রায় ১০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

যোগাযোগের নাম্বারগুলো হল ০১৩১২-৪১৫৯৯৯, ০১৯৬৫-৩৫৮৬৩৬, ০১৯১৭-৪৯৬৩৯০, ০১৭৩৭-২৯৪৪৩৬, ০১৯১১-৮৭৩৭১৯ ও ০১৬৭৬-৮৭০২১৩।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত