চাঁদপুরে আওয়ামী লীগ ও স্থানীয় সাংসদের সহযোগিতায় ৯ হাজার পরিবারে সহায়তা প্রদান

1129

Published on এপ্রিল 21, 2020
  • Details Image

চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তিতে নয় হাজার পরিবারের ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৯ ও ১০ নম্বর গন্ধব্যপুর ইউনিয়নের খাদ্যসামগ্রী বিতরণ টেলি কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ মেজর অব. রফিকুল ইসলাম। আজ থেকে শুরু করে আগামী ছয় দিনের মধ্যে ওই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে ২১ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে আর্থিক ফান্ড গঠন করা হয়েছে। ওই ফান্ডে আওয়ামী লীগের ত্যাগী, সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এমপির ব্যক্তিগত অর্থসহ এক কোটি টাকা সংগ্রহ করা হয়েছে।

টেলি কনফারেন্সে এমপি মেজর অব. রফিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে খাদ্য সহায়তা সরকারের পাশাপাশি আমাদের এ উদ্যোগ। সংকট মোকাবিলায় আপনারা ঘরে থাকুন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত