কক্সবাজারে কৃষকের পাকা ধান কেটে দিলো ছাত্রলীগ

980

Published on এপ্রিল 22, 2020
  • Details Image

কক্সবাজারে কৃষকের পাকা ধান কেটে দিল ছাত্রলীগ। শনিবার এক কৃষকের ২ কানি ধান কেটে ঘরে তুলে দেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

কক্সবাজার জেলা ছাত্রলীগের উপদফতর সম্পাদক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি মইন উদ্দীনের নেতৃত্বে ৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন।

জেলা সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কৃষক হাফেজ আহমেদ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। করোনার কারণে শ্রমিক পাচ্ছিলেন না তিনি। খবর পেয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে দেন।

ছাত্রলীগ নেতা মইন উদ্দীন বলেন, আমরা জানতে পারি কৃষক হাফেজ আহমেদ করোনার কারণে পাকা ধান কাটতে পারছেন না। খবর পেয়ে আমরা ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে সারাদিন কাজ করে ২ কানি জমির ধান কেটে দিয়েছি। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনামতো আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরো জানান, খোলা মাঠে সূর্যালোকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষি কাজ করা শরীরের জন্যেও ভালো।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত