কৃষকদের মনোবল বাড়াতে মাঠে সুনামগঞ্জের আওয়ামী লীগ নেতা

813

Published on এপ্রিল 22, 2020
  • Details Image

হাওরের পাকা বোরো ধান দ্রুত কেটে ঘরে তুলতে মাঠে নেমে উৎসাহ দিচ্ছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন। বুধবার সকাল থেকে সারাদিন বিভিন্ন হাওরে হাওরে ঘুরে ঘুরে নিজে মাড়াই মেশিনে ধানের মুঠে হাতে নিয়ে মাড়াই করে উৎসাহ দিয়েছেন।

এ সময় কৃষকদের উদ্দেশ্যে ইমন বলেন, প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবেলায় দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আন্তরিকতার সাথে কাজ করছেন। করোনা পরবর্তী খাদ্য সংকট মোকাবেলা করতে সুনামগঞ্জের হাওরের ধান দ্রুত কেটে কৃষকের ঘরে তুলতে হবে। প্রধানমন্ত্রী কৃষকের পাকা ধান দ্রুত কাটার জন্য ৩৫টি হারভেস্টার মেশিন দিয়েছেন। আরও দেয়া হবে। বৈরী আবহাওয়ার মধ্যে দ্রুত ধান কেটে ঘরে তুলার বিকল্প নাই। আর সে কারনেই আমি মাঠে নেমে কৃষকদের উৎসাহ দিচ্ছি।

এ সময় দলীয় নেতাকর্মীরা সাথে ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত