করোনা উপসর্গ নিয়ে মৃতের পরিবার পেল সুনামগঞ্জ আওয়ামী লীগ নেতার খাদ্য সহায়তা

1765

Published on এপ্রিল 24, 2020
  • Details Image

সুনামগঞ্জের দোয়ারাবাজারে করোনা উপসর্গ নিয়ে মৃত যুবকের মরদেহ বহনে খাটিয়া ব্যবহার করতে না দেওয়া সেই পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। গত ৭ এপ্রিল আব্দুস সালাম নামের ওই ইটভাটা শ্রমিক সর্দি কাশি ও জ্বরে মারা যায়। পরে ওই যুবকের ও তার পরিবারের নমুনা পরীক্ষা করলে করোনা যাওয়া যায়নি।

সালামের মৃত্যুর পর হতদরিদ্র পরিবারটি মানবেতর জীবনযাপন করছিল। খাদ্য সংকটে ছিল বলে গতকাল তার মা সালেমা বেগম ও বাবা জবুর মিয়া ইউপি সদস্য সোহেল আহমদ মিন্টুকে অবগত করেন। মিন্টুর মাধ্যমে জানতে পারেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। তিনি বুধবার ইউপি সদস্যের মাধ্যমে ওই অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেন, আমি ইউপি সদস্যের মাধ্যমে ওই যুবকের পরিবারের দুর্দশরা কথা জানতে পারি। পরে যুবকের মায়ের সঙ্গে কথা বলি। তাৎক্ষণিকভাবে ইউপি সদস্যের মাধ্যমে তাকে চাল, তেল, ডাল ও নগদ কিছু টাকা দিয়েছি। পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও এই পরিবারের খোঁজখবর নিতে অনুরোধ করেছি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত