1091
Published on এপ্রিল 25, 2020রোজার মাস উপলক্ষে মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য সেলিম আহমদ সাত শতাধিক দরিদ্র পরিবারের কাছে পাঠিয়েছেন খাদ্য সহায়তা। বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় এ নেতা নিজস্ব অর্থায়নে গত দুদিনে কুলাউড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌর শহরের কর্মহীন মানুষের কাছে পৌছে দেন বিশেষ এ উপহার।
সূত্র জানায়, শুক্রবার বিকেলে কাদিপুর ইউনিয়নের চাঁতলগাঁও এলাকায় শতাধিক কর্মহীন মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। সেলিম আহমদের পক্ষে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম মছব্বির আলী, সমাজসেবক মো. শাহজাহান মিয়া, ছাত্রলীগ নেতা জীবন রহমান,বেলাল হোসাইন প্রমূখ।
জেলা পরিষদের সদস্য সেলিম আহমদ বলেন,‘অসহায় মানুষের পাশে দাড়াতে পরিবারের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেয়া হচ্ছে। রমজান উপলক্ষে তাদের জন্য উপহার পৌছে দেয়া হচ্ছে ঘরে ঘরে। সাধ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।’