রমজানের প্রথমদিনেই নেত্রকোনায় অসহায়দের পাশে সবজি নিয়ে ছাত্রলীগ

853

Published on এপ্রিল 25, 2020
  • Details Image

রমজানের প্রথমদিনেই নেত্রকোনার দুর্গাপুরে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে এবার সবজিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। নিজ অর্থায়নে এই উদ্যোগ হাতে নিয়েছে তারা।

শনিবার বেলা ১২টায় পৌরশহরের মুজিবনগর আশ্রয়ণ প্রকল্প এলাকায় দুই শতাধিক মানুষের মাঝে চাল, কুমড়া, শাক, আলু, পিয়াজ, লবনসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

করোনা সংকটে অসহায় মানুষেরা রমজানের দিনে এইটুকু সহযোগিতা পেয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এমনিতেই কাজকাম সব বন্ধ তার মধ্যে রোজায় দাম বাড়তি থাকে। এমন সময়ে যে সহযোগিতা পেয়েছেন তাতে খুশি তারা।

উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য সামসুল হক সানি ও সৌরাভ ঘোষ শুভের নেতৃত্বে ৫ জন সদস্য সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের হাতে সবজিগুলো তুলে দেন।

এই উদ্যোগের বিষয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, করোনার প্রভাবে দেশের চলমান দুর্যোগের ফলে দিন এনে দিন খাওয়া মানুষগুলো প্রায় অসহায়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা উপজেলা কর্মীরা নিজ অর্থায়নে এইসব মানুষের পাশে দাঁড়িয়েছি। পর্যায়ক্রমে যতদিন দুর্যোগ থাকবে ততোদিন তারা এই কার্যক্রম চলমান রাখবেন বলেও জানান।

সবজি বিতরণে অন্যদের মাঝে ছিলেন পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালা উদ্দিন মাসুদ, ধর্ম বিষয়ক সম্পাদক কেফায়েত উল্লাহ আরিফ, উত্তম সাহা ও রুবেল চৌধুরী।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত