৫০০ জন কর্মহীন মানুষের মাঝে পৌর মেয়রের খাদ্য সহায়তা বিতরণ

1060

Published on এপ্রিল 28, 2020
  • Details Image

বগুড়ার সারিয়াকান্দিতে পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাসের কারণে কাজে যেতে না পারা পৌর এলাকার ৫ শ’জন কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।বুধবার উপজেলা পরিষদ চত্বরে চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলমগীর শাহী সুমন।
পৌর মেয়র বলেন, করোনার দুর্যোগ মোকাবেলা করার জন্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ ও ব্যবস্থা নিয়েছে। করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারের নির্দেশনা মেনে চলুন। পর্যায়ক্রমে সকল কর্মহীন ও হতদরিদ্র পরিবার গুলোর মাঝে আরো ত্রান বিতরণ অব্যহত থাকবে বলে জানান।

এর আগে কয়েক দফায় ১৪০০ মানুষের কাছে জিআর চাল বিতরণ করেছেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরে আলম সিদ্দিকীসহ পৌর কাউন্সিলর বৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত