নোয়াখালীতে ভ্রাম্যমাণ মানুষের মাঝে মেয়রের ইফতার বিতরণ

1827

Published on এপ্রিল 30, 2020
  • Details Image

নোয়াখালী জেলা শহর মাইজদীর বিভিন্ন স্থানে রিকশা ও ভ্যান চালকসহ ভ্রাম্যমাণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খাঁন সোহেল। মঙ্গলবার বিকালে শহরের বিভিন্ন স্থানে নোয়াখালী পৌরসভার গাড়িযোগে তিনি নিজ হাতে এ ইফতার বিতরণ করেন।

পৌর শহরের পৌর বাজারের বকশীমিজির পুল, জামে মসজিদ মোড়, টাউনহল মোড়, বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ড ও মাইজদী বাজার এলাকায় ইতফার বিতরণ করা হয়েছে। রিকশা চালক, ফুটপাতের ছোট ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।

জানতে চাইলে পৌর মেয়র শহীদ উল্যাহ খান সোহেল জানান, তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে রমজানের পুরো মাস জুড়ে পৌর এলাকার শহরের ভ্রাম্যমাণ মানুষের মাঝে এ ইফতার বিতরণ করবেন। পৌর এলাকায় রোজাদার কর্মজীবী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, যারাই রাস্তায় থাকবে ইফতারের সময় তাদের ইফতার দেওয়া হবে। কোনো ধর্মপ্রাণ মুসলিম যেন ইফতারে কোনো অসুবিধা না ঘটে, এ জন্য তাঁর এ প্রয়াস।
তিনি আরও জানান, পৌর এলাকার যেখানে হতদরিদ্রদের দেখছেন তাদেরকে ত্রাণ নয় নগদ অর্থ দিচ্ছেন। পৌর এলাকার কেউ অভুক্ত থাকবে না। এ ছাড়া পৌরসভার পক্ষ থেকে ১০ হাজার হতদরিদ্রদের তালিকা করে তাদের জন্য ত্রাণ পোঁছে দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত