নারায়নগঞ্জে ১৪ হাজার পরিবারে খাবার পৌঁছে দিয়েছেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর

1793

Published on মে 2, 2020
  • Details Image

নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের আরো চার হাজার দুস্থ পরিবারের মধ্যে খাবার দিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও এস বি ক্যাবল নেটওয়ার্কের স্বত্ত্বাধিকারি আব্দুল করিম বাবু। এ নিয়ে এই ওয়ার্ডের ১৪ হাজার হতদরিদ্র পরিবারের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে খাবার বিতরণ সম্পন্ন করলেন তিনি। শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের পাইকপাড়া, নয়াপাড়া, ভূঁইয়াপাড়া, জল্লারপাড় ও আমহাট্টাসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পঞ্চম ধাপে এই খাবার পৌঁছে দেন কাউন্সিলর বাবু।

এর আগে আরো চার ধাপে ১০ হাজার পরিবারকে চাল, ডাল, তেল, লবন, আটা, ছোলাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ সময় কাউন্সিলর বাবু এলাকাবসীকে খাবার নিয়ে দুশ্চিন্তা না করতে এবং ঘর থেকে বের না হয়ে সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানান। পাশাপাশি লকডাউন পরিস্থিতিতি ও করোনা নির্মূল না হওয়া পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি। গত প্রায় তিন মাস যাবত এই ওয়ার্ডের বাসিন্দাদের হ্যান্ড স্যানিটাইজার ও খাবার বিতরণসহ করোনা দূর্গোগকালীন সময়ে নানাভাবে সহায়তা প্রদান করায় এলাকাবাসী সন্তুষ্ট হয়ে কাউন্সিলর বাবুকে 'খাবারের ফেরিওয়ালা' উপাধিতেও ভূষিত করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত