৫০০০ পরিবারের পাশে লক্ষ্মীপুর-৪ এর সাবেক সাংসদ

1253

Published on মে 3, 2020
  • Details Image
  • Details Image

করোনার এই মহামারী দূর্যোগে লক্ষীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলার গরীব,অসহায় ও দুঃস্থ মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন লক্ষীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের দশম জাতীয় সংসদের সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই সাবেক এই সাংসদের ব্যক্তিগত উদ্যোগে গঠিত আব্দুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে রামগতি ও কমলনগরের দুই উপজেলায় অন্তর্ভুক্ত ১৮ টি ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে ৪৫০০ মাস্ক,হ্যান্ড-স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়।

উপজেলা হাসপাতালের ডাক্তারদের জন্য ৫০টি পিপিই প্রদান করা হয়।

অসহায়, গরীব ও মধ্যবিত্ত প্রায় ৫০০০ পরিবারের মাঝে ১৫ দিনের খাদ্যসামগ্রী (চাল,ডাল,আলু,তেল, পেঁয়াজ ও সাবান) বিতরণ করা হয়।
এছাড়াও কমলনগর ও রামগতির নদী ভাঙ্গা ও করোনায় অসহায় ৫০০ পরিবারের মাঝে নগদ ৫,০০,০০০/=(পাঁচ লক্ষ) টাকা বিতরণ করা হয়।

পবিত্র রমজান মাস এবং ঈদ উপলক্ষে আরও প্রায় ৩০০০ মানুষের মাঝে ত্রান এবং অার্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সাবেক সাংসদ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন,দশম জাতীয় সংসদে আমি রামগতি ও কমলনগরের মানুষের প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করেছি।একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দল থেকে আমাকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছিলো কিন্তু জোটের সমীকরণের শেষ মূহুর্তে এখানে বিকল্পধারার একজন কে মনোনয়ন দেওয়া হয়।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র নির্দেশনা মেনে আমি সবসময় রামগতি- কমলনগরের মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত