সিরাজগঞ্জে আলেম সমাজের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন মোহাম্মদ নাসিম

1229

Published on মে 4, 2020
  • Details Image

রোববার (০৩ মে) সিরাজগঞ্জের কাজিপুরে অসহায় আলেম সমাজের মধ্যে মানবিক সহায়তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি ।

বিতরণকালে মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে না চললে দেশ ও জনগণ ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, করোনা ভাইরাসের এই সংকটকালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আর্থ-সামাজিক অবস্থা স্থিতিশীল রাখার জন্য কৃষি, স্বাস্থ্য, রপ্তানিশিল্প ও গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরে প্রণোদনা এবং অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন। এ সময় তিনি বাংলাদেশসহ বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলোর মানুষের জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করতে দেশের আলেম সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মোহাম্মদ নাসিম পরে কাজিপুরের মেঘাই, চালিতাডাঙ্গাসহ বিভিন্ন বাজার এলাকা পরিদর্শনের সময় হ্যান্ড মাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে চলার জন্য উপস্থিত লোকজনের প্রতি আহ্বান জানান।

বিকেলে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা পরিষদ হলরুমে স্বল্প পরিসরে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে লকডাউন বাস্তবায়ন করার তাগিদ দেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এসময় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দীকি, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার, কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত