১২ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বরিশাল-২ এর সাংসদ

1785

Published on মে 7, 2020
  • Details Image

বরিশালের বানারীপাড়া ও উজিরপুরে পৌরসভাসহ উজিরপুরের নয়টি ইউনিয়নে ও বানারীপাড়ায় আটটি ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া অসহায়,দরিদ্র ও শ্রমজীবী ১২০০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং স্থানীয় সাংসদ মোঃ শাহে আলমের নিজস্ব তহবিল থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী বিতরণ করা হয়।

সূত্র জানায়, প্রথম পর্যায়ে সাংসদ মো. শাহে আলম বানারীপাড়া পৌর এলাকার এক হাজার দরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করার পর ইউনিয়ন পর্যায়ে চার হাজার পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেন। শুক্রবার সকাল থেকেই উপহার সামগ্রী বিতরণ করা হয় উপজেলার বিশারকান্দি, উদয়কাঠি,ইলুহার ,বাইশারী, সৈয়দকাঠি,চাখার ,সলিয়াবাকপুর ও সদর ইউনিয়ন এলাকায়।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.গোলাম ফারুক,উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ড, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা,প্রেসক্লাব সভাপতি ও সম্পাদক এবং ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।


উজিরপুর পৌর এলাকার এক হাজার দরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করার পর, ইউনিয়ন পর্যায়ে ছয় হাজার পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। উপহার সামগ্রী বিতরণ করা হয় উপজেলার শিকারপুর,গুঠিয়া,জল্লা,বরাকোঠা,শোলক,সাতলা,ওটরা হারতা ইউনিয়ন এলাকায়। উপহার সামগ্রী বিতরণ করেন সাংসদ মো. শাহে আলম।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস, পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস,এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদার, ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

উপহার সামগ্রী বিতরণকালে মোঃ শাহে আলম এমপি বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস উপলক্ষে অসহায়, দরিদ্র, শ্রমজীবী মানুষের ঘরে ঘরে খাদ্য ও পণ্য সামগ্রী পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। সরকারের পাশাপাশি সকল বৃত্তবানদের দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় দরিদ্রদের খাদ্য বস্ত্র দিয়ে পাশে দাঁড়ানোর আহবান জানান।

প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি তেল, ১টি সাবান দেওয়া হয়েছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত