২ হাজার মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করেছে খুলনা মহানগর যুবলীগ

891

Published on মে 8, 2020
  • Details Image

সবজি চাষিদের লোকসান কমাতে যুবলীগ খুলনা মহানগর শাখার উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে বিনামূল্য সবজি বিতরণ করা হচ্ছে। বুধবার (৬ মে) এই কর্মসূচির অংশ হিসেবে দৌলতপুরের দেয়ানা উত্তর পাড়া, বড় বাড়ি, মুন্সি বাড়ি, রিশি পাড়ায় সবজি বিতরণ করা হয়।

এপ্রিল মাস থেকে এক মাসব্যাপী দৌলতপুর থানায় সবজি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার সবজি বিতরণ করা হয় দেয়ানা মধ্যপাড়া ও আবু বকর সড়ক এলাকার নিম্মবিত্তদের মাঝে। এছাড়াও ২ মে নগরীর নিরালায় ৯ নম্বর রোডে সবজি বিতরণ করা হয়। পর্যায়ক্রমে এই কর্মসূচি নগরীর বিভিন্ন স্থানে শুরু করা হবে।

এই বিষয়ে নগর যুবলীগর যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হাসেন সুজন বলেন, এই কর্মসূচির মাধ্যমে পরোক্ষভাবে যেমন কৃষকরা লাভবান হবেন। তেমনি কাঁচাবাজারে প্রতিদিনের যে ভীড় সেটাও কমবে। এখন পর্যন্ত নগরীর প্রায় ২ হাজার পরিবারের নিকট বিনামূল্য সবজি বিতরণ করা হয়েছে।

এদিকে গত মঙ্গলবার ৩০ নম্বর ওয়ার্ডে শুরু হয় সপ্তাহব্যাপী সবজি বিতরণ। খুলনা মহানগর যুবলীগর আহ্বায়ক সফিকুর রহমান পলাশ এই কর্মসূচির উদ্বোধন করেন। এই সময় তিনি বলেন, সবজি চাষিদের লোকসান লাঘবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সম্প্রতি করোনা পরিস্থিতিতে কৃষকের পণ্য বিক্রি কমে যাওয়ায় লোকসানে পরেছিলেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফারুক হোসেন, শিহাব হোসেন, জেলা পরিষদের সদস্য চৌধুরী রায়হান ফরিদ, যুবলীগ নেতা কাজী কামাল হাসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত