1756
Published on মে 8, 2020করোনা পরিস্থিতি ও সরকারের নির্দেশানার কারণে এবার রমজানে দশজন মুসল্লী নিয়ে সালাতুল তারাবীতে মুসল্লী সংখ্যা কম থাকায় আর্থিক সংকটে আছেন ইমাম মুয়াজ্জিনরা।
কারন মুসল্লীদের অনুদানেই ইমাম মুয়াজ্জিনদের সম্মানী দেয়া হয়। এমন অবস্থায় তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন চরফ্যাসন মনপুরা ভোলা-৪ আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
নিজ নির্বাচনী এলাকা চরফ্যাসন ও মনপুরা উপজেলার ১হাজার ৪শ ২১টি মসজিদের ইমাম মোয়াজ্জিনকে নিজ উদ্যোগ ও ব্যক্তিগতভাবে গতকাল নজরুল নগরে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এতিমখানা ময়দানে ১৪ লক্ষ ২১ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতি চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আবু নাছের, সম্পাদক মাওলানা মোঃ রফিকুল ইসলাম, জাতীয় ইমাম সমিতি মনপুরা উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মফিজুল ইসলাম, সম্পাদক মাওলানা মোঃ নেছার উদ্দিন।
এমপি জ্যাকব বলেন, সকল পেশাজীবিদের পাশাপাশি ইতিমধ্যে কওমী মাদ্রাসার জন্য প্রধানমন্ত্রী ৮ কোটি ৩১কোটি টাকা অনুদান দিয়েছেন।
পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে করোনার সংক্রমণের কারনে জুমার নামাজসহ মসজিদ বন্ধ রাখলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সীমিত আকারে হলেও মসজিদ খোলা রেখে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি আরও বলেন, ইমাম মুয়াজ্জিনরা সমাজের সম্মিনিত অংশ। করোনা সংকটকালে তাঁদের প্রতিও সু-দৃষ্টি দেয়া প্রয়োজন। সমাজের বিত্তবান ব্যক্তিদেরকেও মানবিক এমন পরিস্থিতিতে তাঁদের পাশে সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানান।