১০০০ অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিলো ঢাকা মহানগর উত্তর যুবলীগ

1630

Published on মে 8, 2020
  • Details Image
  • Details Image
  • Details Image

করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষের মধ্যে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ যুবলীগ। বৃহস্পতিবার (৭মে) দুপুরে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে ৯৯ নং ওয়ার্ডের ফার্মগেট এবং ২৭ নং ওয়ার্ডের আগারগাঁও এলাকায় ১০০০ অসহায় মানুষের মাঝে তাদের পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় করোনার প্রতিরোধে মাঠে রয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।

দলীয়ভাবে সারাদেশে করোনা প্রতিরোধ সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম চালানো হয়। 

দুইটি ওয়ার্ডেই যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী তুলে দেন।

এসময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সহ-সভাপতি জাফর ইকবাল, সহ-সভাপতি সাব্বির আলম লিটু, কেন্দ্রীয় যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, এড. মো: গোলাম কিবরিয়া, তেজগাঁও থানা যুবলীগের আহবায়ক আব্দুল কাদের, ২৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আবু সাদেক , সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, ৯৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো: নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মো: শাহ আলমসহ যুবলীগের নেতৃবৃন্দ

গত মার্চ মাসে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হবার পর হতেই সচেতনামূলক কাযর্ক্রম ও মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, হেক্সিসলসহ পরিস্কার পরিচ্ছন্ন ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে যুবলীগ। ২৬ মার্চ অঘোষিত লকডাউন শুরুর পর থেকেই জনসচেতনামূলক কার্যক্রমের পাশাপাশি বিতরণ করা হচ্ছে খাদ্য সামগ্রী।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত