মিরপুরে অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা

1675

Published on মে 8, 2020
  • Details Image

করোনার সংকটে দিশেহারা অসহায়, ছিন্নমূল, দরিদ্র, খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল। শুক্রবার নিজ অর্থায়নে রান্না করা খাবার প্যাকেটে ভরে রাজধানীর মিরপুরে কাজীপাড়া, শেওড়াপাড়া থেকে শুরু করে ফুটপাতে বাস করা ছিন্নমূল ও ভাসমান মানুষ, ভিক্ষুক, রিকশাচালক, শ্রমজীবী মানুষের মাঝে বিতরণ করছেন তিনি।

এসময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু উপস্থিত ছিলেন।

তিনি এর আগেও ৫০০ পরিবারকে চাল-ডাল, পেঁয়াজ, তেল, ছোলা, খেজুরসহ মোট ১০টি পণ্য ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করেছেন। এক সাথে নগদ ৫০,০০০ হাজার টাকা বিতরণ করেছেন।

ইফতার সামগ্রীর মধ্যে থাকে ছোলা, পেঁয়াজু, বেগুনি, খেজুর, আপেল, খিচুড়ি।

এ বিষয়ে জানতে চাইলে মনোয়ারুল ইসলাম বিপুল বলেন, ‘ছিন্নমূল মানুষরা যাতে একটু ভালোভাবে খেতে পারে, এজন্য নিজের হাতে ইফতার তুলে দিচ্ছি। খাবার তুলে দেওয়ার আগে স্যানিটাইজার তাদের হাতে ঢেলে দিয়ে হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে বলছি। এর পরেই তাদের হাতে ইফতার দিচ্ছি আমরা।’

তিনি বলেন, ‘অনেক মানুষ বাধ্য হয়েই ঘর থেকে বের হচ্ছেন। কিন্তু তার কাছে হয়তো ইফতার কেনার মতো প্রয়োজনীয় টাকা নেই। এজন্য আমরা তাদের হাতে ইফতার দিচ্ছি। মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সে আহ্বানে সাড়া দিয়ে আমি ব্যক্তিগতভাবেই এ উদ্যোগ নিয়েছি।’

Live TV

আপনার জন্য প্রস্তাবিত