সাঘাটা-ফুলছড়িতে ৮৫০০ অসহায় পরিবারের কাছে পৌঁছে গেছে ডেপুটি স্পিকারের সহায়তা

1651

Published on মে 8, 2020
  • Details Image
  • Details Image
  • Details Image
  • Details Image
  • Details Image

গত ২৮ মার্চ ২০২০ হতে ০২ মে ২০২০ পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া,এমপি'র ব্যক্তিগত তহবিল হতে গাইবান্ধায় তাঁর নির্বাচনী এলাকায় সাঘাটা-ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়নে ৮ হাজার ৫০০ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ৬ হাজার শিশু-কে ‘শিশু খাদ্য’ বিতরণ করা হয়েছে।

খাদ্যসামগ্রীর মধ্যে চাল, ডাল, লবণ, তেল, আলু, সহ সুরক্ষার জন্য সাবান ও মাস্ক এবং বিভিন্ন প্রকার সবজি রয়েছে।

এ পর্যন্ত সাঘাটা উপজেলার ১০টি ইউনিয়নে ৫ হাজার ৫০০ অসহায় ও দরিদ্র কর্মহীন হোটেল শ্রমিক, স-মিল শ্রমিক, ভ্যান চালক, ছোট মুদি দোকানদার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। চার হাজার পরিবার কে ১০ কেজি চাল, এক হাজার পাঁচশ পরিবারকে ৫ কেজি চাল, বড় পরিবারকে ১ কেজি ডাল ও ছোট পরিবার কে ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম লবণ, হাফ লিটার তেল, দুই কেজি আলু সহ বিভিন্ন প্রকার সবজি বিতরণ করা হয়।

ফুলছড়ি উপজেলায় ৭টি ইউনিয়নে তিন হাজার অসহায় ও হতদরিদ্র হোটেল শ্রমিক, স-মিল শ্রমিক, ভ্যান চালক, ছোট মুদি দোকানদার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দুই হাজার পরিবার কে ১০ কেজি চাল, এক হাজার পরিবারকে ৫ কেজি চাল, বড় পরিবারকে ১ কেজি ডাল ও ছোট পরিবারকে ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম লবণ, হাফ লিটার তেল, দুই কেজি আলু সহ বিভিন্ন প্রকার সবজি বিতরণ করা হয়।

এছাড়া সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় পাঁচ হাজার মাস্ক, পাঁচ হাজার সাবানসহ সাঘাটা উপজেলায় চার হাজার ও ফুলছড়ি উপজেলায় দুই হাজার মোট ছয় হাজার শিশুকে 'শিশু খাদ্য' হিসাবে প্রতি শিশুর জন্য চার প্যাকেট মাঝারী সাইজের বিস্কুট শিশুর পরিবারের হাতে তুলে দেয়া হয়।

উপরোক্ত ত্রান সামগ্রী বিতরণে সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির, সাঘাটা উপজেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিজার রহমান, সাঘাটা উপজেলা যুব লীগের সভাপতি মোঃ হারুন-অর রশিদ হিরু ও সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন এবং ফুলছড়ি উপজেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর গফুর মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ও ফুলছড়ি উপজেলার যুব লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ রাশেদুজ্জামান রোকন সহ স্থানীয় আওয়ামী লীগ, যুব-লীগ, কৃষক লীগ,শ্রমিক লীগ, ছাত্রলীগসহ সকল নেতৃবৃন্দের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয় করেন।

মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাববী মিয়া, এমপি সাঘাটা-ফুলছড়ি উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে ভিডিও কলের মাধ্যমে ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন সময়ে জনসাধারণের উদ্দেশ্যে করোনা মহামারী রক্ষার্থে সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার অহবান জানান ও বিত্তবানদের উদ্দেশ্যে সরকারের পাশাপাশি কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে এ সহায়তা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত