ঠাকুরগাঁওয়ে ২৩০টি পরিবারে স্বেচ্ছাসেবক লীগের সহায়তা

1107

Published on মে 9, 2020
  • Details Image

চলমান করোনা ভাইরাস সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে কর্মহীন মানুষের এই দুঃসময়ে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২৩০টি পরিবারে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

বুধবার ৬ই মে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বোঁচা পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারের হাট মাঠে জেলা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহযোগীতায় নিজস্ব অর্থায়নে ১১০ টি পরিবারের মাঝে শেখ হাসিনার উপহার স্বরূপ খাদ্য সামগ্রী(৫কেজি চাল, ৫০০মিলি তেল,আলু,লাউ,করলা এবং সাবান) বিতরণ করা হয়।

এর আগে ২৭ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯ নং বেগুন বাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে, নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাসের এই দুর্যোগের সময় ১২০ টি অসহায় ,দুস্থ্ ও হতদরিদ্র পরিবারের মাঝে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাপোলোর ত্রাণ বিতরণ করা হয়

বুধবার খাদ্য সামগ্রী বিতরনকালে কালে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগে সন্মানিত সভাপতি মোঃ নজমুল হুদা শাহ্ এ্যাপোলো,সাংস্কৃতিক সম্পাদক স্বপন কুমার ঘোষ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মজাহিদুর রহমান শুভ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, সাংগঠনিক সম্পাদক মিথুন রানা, সজল,পান্না এবং ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ সেরেকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ সোহরাব আলী, মোঃ হোসেন আলী পোন্চু সাঃসম্পাদক, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ, দিলীপ, জাহিদুল, রাশেদ সহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগের সকল স্তরের নেতৃবৃন্দ। জেলা সভাপতি মোঃ নজমুল হুদা শাহ্ এ্যাপোলো ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা সোহরাব, পন্চু, আরিফ, দিলীপ,জাহিদুল সহ সকল সদস্য ও নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান, সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে এবং করোনা ভাইরাসকে ভয় না পেয়ে সচেতনতার মাধ্যমেই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সরকার ঘোষিত সকল নিয়ম কানুন মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত