ফটিকছড়িতে ২২’শ পরিবারকে সাংসদের ত্রাণ সহায়তা

2062

Published on মে 10, 2020
  • Details Image

লকডাউনে কর্মহীন হয়ে পড়া চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ২২ শতাধিক হতদরিদ্র-দিনমজুর ও অসহায় পরিবারকে ইফতার সামগ্রীসহ ত্রাণ সহায়তা দিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি।

সাবেক এমপি রফিকুল আনোয়ার-মোরশেদা আক্তার ট্রাস্টের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার দু’টি পৌরসভা ও ১৭টি ইউনিয়নের আওয়ামী লীগ নেতৃবৃন্দের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। ইউপি আ’লীগ নেতৃবৃন্দ এমপি সনি’র পক্ষে স্ব স্ব এলাকার কর্মহীন-অসহায়দের ঘরে ঘরে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দিবেন।

 

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফীন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাপুর রহমান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. সালামত উল্লাহ চৌধুরী, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাঈল হোসেন, উপজেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদব কাউন্সিলর আবুল কাশেম, উপ-প্রচার সম্পাদক বোরহান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এ.কে আজাদ বাবুল. ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রায়হান রুপু প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত