কেরানীগঞ্জের ১ লক্ষ ৬ হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং উপজেলা চেয়ারম্যান

4353

Published on মে 11, 2020
  • Details Image
  • Details Image
  • Details Image

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশেও মার্চের শেষ সপ্তাহ থেকে সবকিছু বন্ধ রয়েছে। সারা বিশ্বের মত বাংলাদেশেও সবকিছু বলতে গেলে থমকে গেছে। সবকিছু থমকে গেলেই তো আর মানুষের জীবন থমকে যায়না। জীবিকা নির্বাহ করার উপায় নেই হয়তো এখন কিন্তু জীবন তো চালাতে হবে! কিন্তু অনেক মানুষের কাছে সেটাও এখন প্রায় এক অসম্ভব ব্যাপার। বিশেষ করে নিম্ন আয় ও দিনমজুরদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। 

সারা দেশের মত কেরানীগঞ্জেও একই অবস্থা। আর তাই লকডাউনের শুরু থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং উপজেলা চেয়ারম্যান শাহীদ আহমেদ।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে কেরানীগঞ্জে এখন পর্যন্ত তিন দফায় ১ লাখ ৬ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

মার্চের শেষ সপ্তাহে প্রথম ধাপে ৫০ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। ৫০ হাজার পরিবারের জন্য প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, আধা কেজি লবণ। দ্বিতীয় ধাপে ২৬ হাজার পরিবারের জন্য খাদ্য সহায়তা দেওয়া হয়।

সেখানে প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি আটা,৩ কেজি আলু,১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ। তৃতীয় ধাপে আরো ৩০ হাজার পরিবারের জন্য খাদ্য সহায়তা দেয়া হয়। তৃতীয় দফায় প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল,৩ কেজি আলু, দেড় কেজি ডাল।

এলাকার মানুষের মাঝে খাদ্য বিতরণ বিষয়ে উপজেলা চেয়ারম্যান এবং কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদ বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন এই দুর্যোগে একটা মানুষও না খেয়ে থাকবে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমাদের কাজটা করে যাচ্ছি। আমাদের কেরানীগঞ্জের গণমানুষের নেতা মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ভাই প্রথম থেকেই মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ শুরু করেছেন। উনার নির্দেশনামত আমরা উপজেলা পরিষদ এবং উপজেলা আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীরা মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি।'

সংকট দীর্ঘস্থায়ী হলে পরবর্তীতে করনীয় বিষয়ে শাহীন আহমেদ বলেন, মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপু ভাই এবং আমরা বেঁচে থাকতে কেরানীগঞ্জের একজন মানুষও না খেয়ে থাকবেনা। সংকট যত গভীরই হোকনা কেন আমরা সবাই মিলেই মাঠে থাকবো।'

Live TV

আপনার জন্য প্রস্তাবিত