কুমিল্লায় হতদরিদ্র ও মধ্যবিত্ত ১০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চান্দেরচর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা

1390

Published on মে 12, 2020
  • Details Image

কর্মহীন ও দরিদ্র মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। কোথাও কোথাও ব্যক্তিগত পর্যায়ে গরিব মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মাঝে নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরন করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। ত্রাণ পেয়ে খুশি এসব কর্মহীন মানুষ।

কুমিল্লায় চান্দেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য খন্দকার তাজুল ইসলাম তার ব্যক্তিগত অর্থায়নে এই ত্রাণ বিতরণ করেন। রবিবার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর ওয়াই ব্রিজ সংলগ্ন খোলা মাঠ এবং রামকৃষ্ণপুর কেকেআরকে উচ্চ বিদ্যালয় মাঠে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ওই ইউনিয়নের দিন আনে দিন খায় এমন এক হাজার অসহায় পরিবারের মাঝে দশ কেজি চাল, চার কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, এক কেজি ডাল ও এক লিটার সয়াবিন তেল করে ত্রাণ বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক খন্দকার নজরুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগ সদস্য মাহবুবুর রহমান খন্দকার, ঘাগুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি, সাংবাদিক ওয়ালিউল্লাহ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফেরকানুল ইসলাম পলাশ, সাবেক ছাত্রলীগের আহ্বায়ক মফিজুল ইসলাম প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত