খুলনায় ১৪ ও ২৬ নম্বর ওয়ার্ডে ৪০০ এর বেশি মানুষের মাঝে যুবলীগের সহায়তা

888

Published on মে 12, 2020
  • Details Image

নগরীর ২৬নং ওয়ার্ডে নিম্ম আয়ের মানুষ ও ১৪নং ওয়ার্ডে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে যুবলীগের উদ্যোগে খাদ্য সামাগ্রী বিতরণ করা হয়েছে।

২৬ নং ওয়ার্ড যুবলীগ এর সভাপতি ও মহানগর যুবলীগের সদস্য সওকাত হোসেন এর উদ্যোগে রবিবার দুপুর ৩ টায় ফেরদাউস মেমোরিয়াল শিশু বিদ্যালয়ে মাঠে অসহায় ৩২৫ পরিবারের মাঝে খাদ্য সহায়তা করা হয়। এসময় উপস্তিত ছিলেন মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুন্সী মাহাবুবুর রহমান সোহাগ, সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম- আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, মহানগর যুবলীগের অন্যতম সদস্য কামরুল ইসলাম, মোঃ আব্দুল কাদের শেখ, সওকাত হোসেন, ইলিয়াস হোসেন লাবু, মাসুম বিল্লাহ, মোস্তাইন বিন ইদ্রিস চঞ্চল, ছাত্রনেতা আসাদুজ্জামান বাবু, জহির আব্বাস, মাহমুদুল হাসান রাজেস, যুবনেতা সরফরাজ হোসেন, সেলিম খান, শামিম হোসেন, সুমন প্রমূখ। ৩২৫ পরিবারকে চাল, ডাল, আলু, চিড়া প্রদান করা হয়।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপির পক্ষ থেকে ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের ব্যতিক্রমধর্মী উপহার প্রদান করেছেন মহানগর যুবলীগের আহ্বাবায়ক কমিটির সদস্য মোঃ ইয়াসির আরাফাত।

মহানগরীর খালিশপুরস্থ ১৪নং ওয়ার্ডের ২৯টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের এ উপহার দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল- সুগন্ধি চাল ২ কেজি, লাচ্ছা সেমাই ২ প্যাকেট, বারবিকিউ ২টা, তেল হাফ লিটার, দুধ ১শ’ গ্রাম, নুডুলস, চিনি ১ কেজি, সাবান এবং সাবানের ভিতরে নগদ ৫শ’ টাকা।

এ বিষয়ে খুলনা মহানগর যুবলীগের সদস্য মো. ইয়াসির আরাফাত জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনেক মানুষ আজ কর্মহীন। তাদের সাথে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরাও নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের সার্বিক সাহায্য-সহযোগিতার জন্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি নির্দেশনা দিয়েছেন। এছাড়া খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনও নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে এসে দাঁরানোর জন্য নির্দেশনা দিয়েছেন। তাদের নির্দেশনা মেনে ১৪নং ওয়ার্ডের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বাসায় এসব উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে ওই এলাকার সাধারণ মানুষদেরও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী, কাঁচা বাজার, মুরগি প্রদান করা হয়েছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত