১০ হাজার পরিবার পেয়েছে খুলনা-৬ আসনের সাংসদের সহায়তা

2198

Published on মে 13, 2020
  • Details Image
    ছবিঃ দৈনিক সমকাল

করোনা পরিস্থিতি শুরুর পর খুলনা-৬ এর সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু পক্ষ থেকে অন্তত ১০ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। কয়রা ও পাইকগাছা দুটি উপজেলার এক হাজার ২০০ মসজিদের দুই হাজার ৪০০ জন ইমাম ও মুয়াজ্জিনকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। আর সাংসদের পৃষ্ঠপোষকতায় এলাকার বিভিন্ন ব্যক্তি, সংস্থা ও ক্লাবের মাধ্যমে আরো ১০ হাজার জনকে খাদ্যসহ অন্যান্য সহায়তা দেওয়া হয়েছে।

খুলনার এই আসনে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সংখ্যাই বেশি। ফলে করোনা দুর্যোগের মধ্যে সেখানে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বও বেশি। সেই দায়িত্ব পালনে মোটেও পিছুপা নন স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। তিনি কখনো সরকারি, আবার কখনো ব্যক্তিগত বা বেসরকারি সহায়তা নিয়ে নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। কিন্তু একদিন হাসপাতালে থেকে কিছুটা সুস্থ হয়ে আবারো ফিরেছেন নির্বাচনী এলাকা পাইকগাছা ও কয়রায়। বিভিন্ন স্থানে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ ছাড়াও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।

এদিকে, নিম্নবিত্তরা লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে পারলেও মধ্যবিত্তরা লজ্জায় লাইনে দাঁড়াতে পারছেন না। কিন্তু করোনা পরিস্থিতিতে ঘরে খাবার না থাকায় তারা বিপাকে আছেন। এমন মানুষের দুর্ভোগ লাঘবে বিশেষ উদ্যোগ নিয়েছেন এমপি বাবু। মোবাইলে সমস্যার কথা জানালেই তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী। এজন্য ১১টি মোবাইল নম্বর দিয়ে হটলাইন চালু করা হয়েছে।

সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু কালের কণ্ঠকে বলেন, উপকূলবর্তী কয়রা-পাইকগাছা উপজেলা এমনিতেই অনগ্রসর। এখানে অভাবি মানুষের সংখ্যাই বেশি। ফলে করোনা পরিস্থিতিতে তারা বড় সংকটে আছেন। সেই সংকট মোকাবেলায় সাধ্যমতো চেষ্টা চলছে। তিনি বলেন, করোনার কারণে কর্মহীন অনেক মানুষ প্রকাশ্যে সাহায্য চাইতে লজ্জা পান। তাদের জন্য হটলাইন চালু করা হয়েছে। হটলাইনে যোগাযোগ করলে ছাত্রলীগের নেতাকর্মীরা রাতে তাদের বাড়িতে খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দেয়। যে প্যাকেটে ৫ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, ২৫০ গ্রাম পেঁয়াজ ও অর্ধ লিটার সয়াবিন তেল, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন প্রকার শাক-সবজি থাকে। প্রতিদিন গড়ে ৫০ জনের বাড়িতে এই প্যাকেট পৌঁছানো হয় বলে জানান তিনি।

এছাড়া উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমেও ত্রাণ বিতরণ করা হচ্ছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত