ধানমন্ডিতে ৩০০০ মানুষ পেয়েছেন যুবলীগ কর্মীর সহায়তা

2904

Published on মে 13, 2020
  • Details Image
    ছবিঃ বাংলা ট্রিবিউন
  • Details Image
    ছবিঃ বাংলা ট্রিবিউন

করোনা পরিস্থিতিতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের অসহায় মানুষ। দিনভর খাবারের সন্ধানে থাকাই এখন তাদের মূল যুদ্ধ। সাংগঠনিকভাবে নানা উদ্যোগ থাকলেও ব্যক্তি উদ্যোগে খুব কম মানুষই তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এর মধ্যে একজন ধানমন্ডির ব্যবসায়ী কামরুল হাসান লিংকন। নিজের ব্যবসার পাশাপাশি যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত আছেন লিংকন। প্রথম রোজা থেকেই অসহায় এবং দুস্থ মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন তিনি। ১৫ রমজান পর্যন্ত অন্তত তিন হাজার মানুষের মধ্যে খাবার বিতরণ করেছেন তিনি।

কামরুল হাসান লিংকন তার বন্ধুদের সহযোগিতায় প্রথম রমজান থেকেই ধানমন্ডি-ঝিগাতলা এলাকায় খাবারের খোঁজে থাকা দুস্থ মানুষদের মধ্যে খাবার বিতরণ করছেন। শুরুটা ১০০ প্যাকেট দিয়ে করলেও এখন প্রতিদিন ৩০০ প্যাকেট খাবার সরবরাহের উদ্যোগ নিয়েছেন তিনি। আর তার এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন আরও বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এবং সাধারণ মানুষ।

কামরুল হাসান লিংকন বলেন, প্রতিদিন ধানমন্ডিতে দুস্থ মানুষদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব মেনে তাদের মাঝে খাবার বিলিয়ে দেওয়া হয়। প্রথম থেকে নিজের সাধ্য অনুযায়ী ১০০ প্যাকেট খাবার বিতরণ করতে পারলেও ধীরে ধীরে ২৫০ প্যাকেট এবং বন্ধু-বান্ধবের সহযোগিতায় রবিবার থেকে প্রতিদিন ৩০০ প্যাকেট খাবার বিতরণ করা হবে।

লিংকন আরও বলেন, প্রথম রমজান থেকে পথচারীদের উদ্দেশ্যে ইফতারির আয়োজন শুরু করি ছোট পরিসরে। আমার এই উদ্যোগ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মনে নাড়া দিয়েছে। অনেকেই এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে। আমার বন্ধু ও বড় এবং ছোট ভাইয়েরা দেশ ও বিদেশ থেকে অর্থ দিয়ে আমাকে সহযোগিতা করছে। আমি কৃতজ্ঞ এই মানুষগুলোর কাছে।

তিনি করোনা পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষকে সহায়তার পাশাপাশি নিজের পরিচিতদেরও খোঁজ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সৌজন্যেঃ বাংলা ট্রিবিউন

Live TV

আপনার জন্য প্রস্তাবিত