৫০ হাজার পরিবারে পৌঁছে গিয়েছে মেয়র আতিকের খাদ্য সহায়তা

1453

Published on মে 13, 2020
  • Details Image

করোনা সংকট মোকাবিলায় ত্রাণ সরবরাহের কাজে ব্যস্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এবার সিটি নির্বাচনে তার স্লোগান ছিল ‘সবাই মিলে সবার ঢাকা’। এই স্লোগানকে মূলমন্ত্র ধরে কাজ শুরু করেছেন তিনি। প্রতিদিন অসংখ্য মানুষের কাছে তার ভালোবাসার উপহার চাল, ডাল, তেল, লবণ, আলু পৌঁছে দেওয়া হচ্ছে। অনেকটা চুপিসারেই কাজগুলো করছেন। কেউ সরাসরি মেয়রকে ফোন করে আবার কেউ তার সহকর্মীদের মাধ্যমে খবর পৌঁছে দিলেই মিলছে ভালোবাসার প্যাকেট।

ঢাকায় মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার জন্য কাজ করছেন এই ডিএনসিসি মেয়র। কিন্তু কাজটি সহজ নয়। সাধারণ কোন দুর্যোগে এক সঙ্গে হাজার মানুষকে কাজে লাগিয়ে হয়ত একদিনেই সকলের ঘরে ত্রাণ পৌঁছে দেয়া সম্ভব। আবার ৪০ হাজার মানুষকে কয়েকটি এলাকা ভিত্তিক বুথে ভাগ করে কয়েকদিনে ত্রাণ পৌঁছে দেয়া যায়। কিন্তু এই করোনার প্রকোপের মধ্যে তা সম্ভব নয়। আর সে কারণেই বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন মেয়র আতিক। এতে কিছুটা সময় লাগলেও মানুষ তার নিজ ঘরে খাবার পাচ্ছে এবং সংক্রমণ ছড়িয়ে পড়ছে না।

আতিকুল ইসলাম গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএনসিসির নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। দায়িত্বে না থাকলেও ২৬ মার্চ থেকে আতিকুল ইসলাম নিজ উদ্যোগে করোনার কারণে দুস্থ পরিবারদের মধ্যে ত্রাণ বিতরণ শুরু করেন। চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ৫০ হাজার পরিবারকে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। বিডি ক্লিন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করেছে। উত্তর সিটি ছাড়াও ঢাকার অন্যান্য অঞ্চল এবং গাজীপুর, নরসিংদীর বিভিন্ন জায়গায় তিনি অসহায় পরিবারকে ত্রাণ দেন।

আতিকুল ইসলাম বলেন, ‘আমি করোনাভাইরাসের বিস্তারের পর এ পর্যন্ত সারা দেশের ১০০টি পরিবারের চার মাসের খাদ্যসহায়তা দেওয়ার দায়িত্ব নিয়েছি। বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকেরা পরিবারগুলোর কাছে আমার সহায়তা পৌঁছে দিচ্ছেন।

ঢাকায় কর্মহীন মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হয়েছে বলে জানায় মেয়র আতিকের অফিস। এই ত্রাণগুলো দেয়া হচ্ছে ক্ষিলক্ষেত, কুড়িল, কুরাতলা, জোয়ারসাহারা, ওলীপাড়া, জগন্নাথপুর, শ্যমালি, আদাবর, উত্তরা, বালুরঘাট ও মাটিকাটা এলাকার হত দরিদ্রদের মধ্যে। কিন্তু এর পাশাপাশি বিপদগ্রস্ত প্রায় ৪০০ জনের বেশি মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের কাছেও খাবার পৌঁছে দেয়া হয়েছে।

মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়ার বিষয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, বিষয়টা বেশ কষ্টের। তারা কারো কাছে খাবার চাইতে পারে না। কিন্তু খাবার কিনতেও পারছে না। এমন একজনের বাড়িতে মঙ্গলবার আমি খাবার দিয়ে এসেছি। তার হাতে খাবার দেয়ার পর দেখলাম তার চোখ বেয়ে পানি পড়ছে। আমি আর কিছু বলতে পারিনি। চলে এসেছি। এই ব্যক্তিটি ২৫ হাজার টাকা ভাড়া দেয়া একটি বাড়িতে থাকে। কিন্তু এখন তার কোন আয় নেই। এমন মানুষগুলো কখনো সহায়তা চাইতে পারেনা।

তিনি আরও বলেন, ‘আমি কিন্তু নির্বাচনে স্লোগান দিয়েছিলাম সবাই মিলে সবার ঢাকা। এখানে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি হয়তো সবার কাছে পৌঁছাতে পারছি না। শহরে আরও সামর্থবান লোক আছে তারাও চাইলে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন। আমরা বিডি ক্লিনের সহায়তায় ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি।’

Live TV

আপনার জন্য প্রস্তাবিত