নোয়াখালীতে সংস্কৃতি কর্মী, খেলোয়াড় এবং হরিজনদের পাশে পৌর মেয়র

1788

Published on মে 13, 2020
  • Details Image
  • Details Image
  • Details Image

নোয়াখালীতে করোনা পরিস্থিতিতে জেলার শিল্পী-সংস্কৃতিকর্মী, খেলোয়াড় এবং হরিজন সম্প্রদায়ের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ই মে) নোয়াখালী পৌরসভার বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি কনভেনশন সেন্টারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নোয়াখালী পৌরসভার মেয়র এবং শহর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক শহীদ উল্ল্যা খান সোহেল এর ব্যাক্তিগত উদ্যোগে নোয়াখালী পৌরসভা ও তার পাশ্ববর্তী এলাকার খেলোয়াড়দের মাঝে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়। 

একই দিনে নোয়াখালী পৌরসভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নোয়াখালী পৌরসভা মেয়রের ব্যাক্তিগত উদ্যোগে পৌরসভা চত্বরে নোয়াখালী পৌরসভার অন্তর্গত হরিজন সম্প্রদায়( নাপিত, ধোপা, মুচি, হিজরা ও কামারদের) মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ১০০ জন অভিভাবকদের মাঝে শিশুদের জন্য প্রয়োজনীয় শিশুখাদ্য উপহার দেয়া হয়। 

এর আগে মঙ্গলবার (১২ই মে) সকালে নোয়াখালী পৌর সভার বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি কনভেনশন সেন্টারে পৌর মেয়র শিল্পী-সংস্কৃতিকর্মীদের সাথে মতবিনিময় শেষে ৯০ জন শিল্পী-সংস্কৃতিকর্মীর হাতে এ প্রণোদনা তুলে দেন।

মঙ্গলবার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর সভাাপতি বিমলেন্দু মজুমদার, সহ-সভাপতি মহিউদ্দিন ফারুক, নোয়াখালী আবৃত্তি একাডেমির উপদেষ্টা আবু নাছের মঞ্জু ও সংস্কৃতিকর্মী রহমত উল্লাহ ভূইয়া।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত