ঢাকায় ১০,৪০৭টি পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর

854

Published on মে 15, 2020
  • Details Image

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবগঠিত ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সভাপতি ডি এম শামীম বিগত ৫ এপ্রিল থেকে এখন পর্যন্ত ১০৪৭০ পরিবার মাঝে স্বচ্ছতা রেখে ত্রাণ বিতরণ করেছেন।

নানা প্রতিকূলতার মাঝেও স্বচ্ছতা বজায় রেখে গত ৫ এপ্রিল ব্যক্তিগত উদ্যোগে সর্ব প্রথম করোনার প্রভাবে বিপর্যস্ত গরীব মেহনতী খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন এমন ৫০০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী উপহারের মধ্য দিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন।

পর্যায়ক্রমে তা বেড়ে ৭৪০০ হয়ে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারও ৫০নং ওয়ার্ডের নিম্ন, নিম্ন-মধ্যবিত্ত, খেটে খাওয়া,দিনমজুর,শ্রমিক,বূয়া, চাকরীচ্যুত সকলের মাঝে ওয়ার্ডের ১২ কমিটি তৈরি করে, সেই কমিটির মাধ্যমে রাত- বিরাতে ত্রাণ উপহার পৌঁছে দেওয়া হয়।

৫০ নং ওয়ার্ডের ত্রাণ বিতরণের ব্যাপারে কাউন্সিলর ডিএম শামীমের সাথে একান্ত সাক্ষাতকালে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত ৭৪০০ পরিবারের মাঝে সর্বমোট ৩৮ টন চাল, ১৫ টন আলু, ৭টন লবণ ,৪ টন তেল ,৭ টন ডাল ,৭টন পেঁয়াজ এবং ৭৪০০ পিস সাবান প্রদান করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাঠানো উপহার ১২ কমিটির মাধ্যমে ৪ শিফট সময় করে প্রতিদিন দুপুর ২থেকে বিকাল ৪ টা, ৪ টা থেকে ৬টা,৭টা থেকে ৮টা,৮টা থেকে ১১টা পর্যন্ত প্রাণঘাতী করানোর প্রভাবে অসহায়-দুস্থ, খেটে খাওয়া মানুষের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে। পাশাপাশি শিশুদের দুধের জন্য নগদ এক লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর পাঠানো উপহার এখন পর্যন্ত ৩০০০ পরিবারকে প্রদান করা হয় যার মধ্যে ১৫টন,৩৫১ কেজি চাউল, ৬৫৪০ কেজি আলু, ১০৭০ কেজি লবণ, ১০৭০ কেজি তেল, ১০৭০ কেজি ডাল, ১০৭০ কেজি পেঁয়াজ, ১০৭০ পিস সাবান, ও শিশুদের জন্য ৪৫ প্যাকেট মিল্কভিটা দুধ ছিল।

ত্রান বিতরণ কার্যক্রম সচ্ছ থাকার জন্য আমি নিজে ১২টি কমিটি করে দেই আমার ৫০ নং ওয়ার্ডে, সেই প্রত্যেকটি কমিটিতে ১০ জন করে কর্মী রয়েছেন তারা রাতদিন কাজ করে অসহায়-দুস্থ খেটে,খাওয়া যারা দুঃখে কষ্টে রয়েছে তাদেরকে খুঁজে বের করে থাকেন এবং তাদের মাধ্যমেই আমরা ৫০ নং ওয়ার্ডের করোনার ফলে বিপর্যস্ত সকল মানুষ গুলোকে আমরা খাবার বিতরণ করে যাচ্ছি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত