৩২০০ মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন দুর্গাপুর উপজেলার চেয়ারম্যান

1452

Published on মে 18, 2020
  • Details Image
  • Details Image

দেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সদস্য জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার এর নিজ উদ্যোগে এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে নানাবিধ কার্যক্রম হাতে নেয়া হয়।

তাঁরই অংশ হিসেবে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা চেয়ারম্যান ঝুমা তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে আজ রবিবার,১৭ই মে তাঁর নিজ বাসভবনের সামনে দূর্গাপুর উপজেলার ৭২টি ওয়ার্ডের প্রায় ১২০০ নিন্ম অায়ের,হতদরিদ্র মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদের উপহার হিসেবে খাদ্যসামগ্রী উপজেলা সেচ্ছাসেবকদের সহায়তায় নিরাপদ দূরত্ব বজায় রেখে সরকারী নির্দেশনা মেনে পৌর শহরের দক্ষিনপাড়ায় তার নিজস্ব সাম্মাম অটো রাইস মিল ময়দানে বিতরণ করা হয়।

এর আগেও কয়েক ধাপে উপজেলা চেয়ারম্যান ঝুমা তালুকদার তাঁর দূর্গাপুর উপজেলার ৭২টি ওয়ার্ডের প্রায় ২০০০ গরীব, অসহায়,দুঃস্থ এবং নিম্ন-আয়ের মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন। করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে তিনি সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং সচেতনতামূলক লিফলেট ও বিতরণ করেন এবং দেশে লকডাউন কার্যকরে উপজেলা প্রশাসনের পক্ষ্যে তিনি নানান উদ্যোগ হাতে নেন।

আজকের উপহার সামগ্রী বিতরণ প্রসঙ্গে চেয়ারম্যান ঝুমা তালুকদার জানান, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি আমার এলাকার সর্ব শ্রেনীর মানুষের জন্যে নেয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে নিজের সাধ্যমতন চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি লকডাউনের পরিস্থিতিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে আর্থিক সহায়তা এবং খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রাখছি এবং এটি চলমান থাকবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত