1202
Published on মে 18, 2020সাংসদ ড. জয়া সেনগুপ্তার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩ হাজার ২শ পরিবারকে ইফতারসামগ্রী দেওয়া হয়েছে।
শনিবার (১৬ মে) বেলা ১টায় দিরাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাংসদ ড. জয়া সেনগুপ্তা।
এ সময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল মিয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিকাশ রায়, প্যানেল মেয়র বিশ্বজিত রায়, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম-সম্পাদক আবু হানিফ চৌধুরী, জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছুবা মিয়া, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার আহমেদ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোশাহিদ আহমেদ প্রমুখ।