৯০০ অসহায়ের মাঝে ইফতার বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সভাপতি

847

Published on মে 19, 2020
  • Details Image

ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জাহান এম এ রহমান দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে ইফতারের খাবার বিতরণ করেন।

শুক্রবার ( ১৫মে) রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ, এয়ারপোর্ট সহ আশে পাশের বিভিন্ন স্থানে ৯০০ অসহায় মানুষের মাঝে ইফতারের খাবার বিতরণ করেন তিনি।

করোনার সংকটে দিশেহারা অসহায়, ছিন্নমূল, দরিদ্র, খেটে খাওয়া মানুষ। তাদের আয় নেই, ঘরে খাবার নেই। পবিত্র রমজান মাসেও তাদের একটু ভালোভাবে ইফতার করার সাধ্যটুকুও নেই।

সেসব মানুষের জন্য বাড়ি থেকে রান্না করা খাবারের প্যাকেট নিয়ে রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ, এয়ারপোর্ট সহ আশে পাশের বিভিন্ন স্থানে বিতরণ করেন ইঞ্জিনিয়ার জাহান এম এ

সেখানকার বস্তিতে অবস্থান করা অসহায়, পথচারী, ছিন্নমূল, ভাসমান, ভিক্ষুক, রিকশাচালক, শ্রমজীবীসহ সব মানুষের মাঝে তিনি ওই খাবার বিতরণ করেন।
অসহায়দের খিচুড়ি ও মাংস ইফতার হিসেবে বিতরণ করেন এই যুবলীগ নেতা।

ইঞ্জিনিয়ার জাহান এম এ রহমান বলেন, ‘করোনাভাইরাসের কারণে বর্তমানে একটি সংকটকাল সময় পার করছি। বর্তমান সংকটে সবচেয়ে বিপদে পড়েছেন শহরের অসহায়, দরিদ্র মানুষ।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাই ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশনায় কর্মহীন, অসহায় ও দুস্ত মানুষের মুখে হাসি ফোঁটানোর চেষ্টা করে যাচ্ছি। আমি একেবারে ব্যক্তিগতভাবেই এই উদ্যোগ নিয়েছি।

বর্তমানে এই পরিস্থিতিতে সকল বিত্তবানদের উচিৎ অসহায়দের পাশে দাড়ানো। আশা করি সবাই তাদের নিজ নিজ অবস্থান থেকে কর্মহীন, অসহায় ও দুস্ত মানুষের পাশে দাড়াবেন।’

তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সবাই কম কম খাবার অপচয় করে কর্মহীন, অসহায় ও দুস্ত মানুষের সাথে ভাগাভাগি করে খাবার খাওয়াটায় উত্তম বলে আমি মনে করি।’

Live TV

আপনার জন্য প্রস্তাবিত