করোনায় মৃতদের লাশ দাফনের দায়িত্ব নিল মুরাদনগর যুবলীগ

946

Published on মে 20, 2020
  • Details Image

কুমিল্লার মুরাদনগরে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফনের দায়িত্ব নিয়েছে মুরাদনগর যুবলীগ সংগঠন। মুরাদনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সংগঠনটিকে অনুমতি দেওয়ার কথা ভাবছে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাস। ইউএনও আরো বলেন, আগামীকাল শনিবার এ সংগঠনের স্বেচ্ছাসেবী ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে চুড়ান্ত ভাবে জানানো হবে। তবে পুরো বিষয়টি সমন্বয় করবেন তিনি।

মুরাদনগর যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমীন বলেন, শুধু মুসলমান নয়, মৃত ব্যক্তি যে ধর্মের হোক, তাঁরা মৃত ব্যক্তির ধর্মীয় বিধান মেনে দাফন করার প্রস্তুতি নিয়েছেন। সরকারি বিধিবিধান মেনে তাঁরা লাশ দাফন করবেন। ১০ জন স্বেচ্ছাসেবী সদস্য কাজ করবেন। তারা হলেন উপজেলার আওয়ামীলিগ যুবলীগের আহবায়ক রুহুল আমিন, আবুল বাশার, বশির উজ্জামান মুন্সি, ইয়াসির আরফাত, মো. মামুন চৌধুরী, সাইফুল ইসলাম ইয়াছিন, মোঃ নাছির হোসেন, মো. মোমেন হক, রেজাউল করিম, আলাউদ্দীন বেপারী, জামাল উদ্দিন ও মাহবুবুল আলম।

তাঁরা একটি মূল কমিটির অধীনে আরও কয়েকটি উপকমিটি গঠন করবে। উপজেলা প্রশাসন যেখানে পাঠাবে, সেখানেই তাঁরা গিয়ে লাশ দাফন করবেন।

ইউএনও অভিষেক দাস বলেন, লাশ দাফনের ক্ষেত্রে যদি তাদের যানবাহন কিংবা পিপিইর প্রয়োজন হয়, তা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত